Sambad Samakal

Medical Graduates: ভারতের এমবিবিএস ডিগ্রিতে এবার ডাক্তারি আমেরিকা, অস্ট্রেলিয়াতেও!

Sep 21, 2023 @ 2:38 pm
Medical Graduates: ভারতের এমবিবিএস ডিগ্রিতে এবার ডাক্তারি আমেরিকা, অস্ট্রেলিয়াতেও!

ভারতের এমবিবিএস ডিগ্রিতে এবার ডাক্তারি করা যাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও। ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-কে ১০ বছরের জন্য ছাড়পত্র দিয়েছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন (ডব্লিউএফএমই)। এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এনএমসি-কে ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

মন্ত্রক জানিয়েছে, এই ছাড়পত্রের জেরে ভারতের ডাক্তাররা এখন থেকে বিদেশেও চিকিৎসা করতে পারবেন। শুধু তা-ই নয়, উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষণ নিতে চাইলে, তাতেও আর কোনও বাধা রইল না।
এই মুহূর্তে দেশের ৭০৬টি মেডিক্যাল কলেজ ডব্লিউএফএমই-র ছাড়পত্র পেয়েছে। পাশাপাশি আগামী দিনে দেশে নতুন কোনও মেডিক্যাল কলেজ হলে সেগুলিও এই আন্তর্জাতিক মেডিক্যাল ফেডারেশনের ছাড়পত্র পেয়ে যাবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। এই ছাড়পত্র পাওয়ার ফলে দেশীয় ডাক্তাররা যেমন বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবেন, তেমনই বিদেশ থেকে অনেকে ভারতে ডাক্তারি পড়তে আসতে পারবেন। শুধু তা-ই নয়, এখান থেকে পাওয়া ডাক্তারি ডিগ্রি নিয়েও নিজের দেশে ফিরে চিকিৎসা করতে পারবেন বিদেশিরা।

Related Articles