শনিবারই বিদেশ সফর শেষে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে রবিবার বিকেলে আচমকাই এসএসকেএম হাসপাতালে উপস্থিত হলেন তিনি।
জানা যাচ্ছে, বিদেশ থেকে ফেরার পরে স্বাস্থ্য পরীক্ষা করার জন্যই হাসপাতালে যান মমতা। প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত নির্বাচনের সময়েই পায়ে ভালোরকমের চোট পেয়েছিলেন তিনি। স্পেনে থাকাকালীনই বেশ কয়েকবার খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল মমতাকে।