ফের বাঁ পায়ে গুরুতর চোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার বিকেল থেকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে বেশ কয়েক ঘণ্টা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয় মমতার। বাঁ পায়ের এমআরআই’ও করা হয়।
প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত নির্বাচনের সময়ে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, সেই চোটই নতুন করে সমস্যা তৈরি করেছে। স্পেনে গিয়েও জখম পায়েই চোট পেয়েছিলেন তিনি। আপাতত মুখ্যমন্ত্রীকে দশ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন এসএসকেএমের চিকিৎসকরা। তারপরে নতুন অস্ত্রোপচারের প্রয়োজন কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।