এশিয়ান গেমসের আসরে অব্যাহত ভারতের বিজয়রথ! লাগাতার বিভিন্ন বিভাগে সোনা-রুপোর মেডেল জিতছেন ভারতীয় অ্যাথলিটরা। বৃহস্পতিবার সকালে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে সোনা জিতল ভারত। দলে ছিলেন সারবজ্যোত সিং, সিভা নারওয়াল ও অর্জুন সিং।
অন্যদিকে, উশুতে ৬০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে রুপো জিতেছে ভারত। মণিপুরের মেয়ে রশিবীণা দেবী নাওরেমের হাত ধরেই এসেছে এই সাফল্য।