Sambad Samakal

Abhisek Banerjee: ক্ষমতা থাকলে আটকান! ইডির তলবে না যাওয়ার ঘোষণা করে কী চ্যালেঞ্জ অভিষেকের?

Sep 29, 2023 @ 2:16 pm
Abhisek Banerjee: ক্ষমতা থাকলে আটকান! ইডির তলবে না যাওয়ার ঘোষণা করে কী চ্যালেঞ্জ অভিষেকের?

বাংলার প্রাপ্য আদায়ে প্রতিবাদ কর্মসূচি ছেড়ে আগামী ৩ অক্টোবর ইডির তলবে যাবেন না। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে একথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর খোলা চ্যালেঞ্জ, “ক্ষমতা থাকলে আমাকে আটকান।”

লিপ্‌স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য নোটিস দিয়েছে ইডি। কিন্তু আগামী ২ এবং ৩ অক্টোবর বাংলার বকেয়া পাওনা চেয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মূলত এটি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই পূর্বঘোষিত কর্মসূচি। ফলে নির্দিষ্ট ওই দিনই তাঁকে কেন্দ্রীয় সংস্থার তলব ঘিরে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এর আগেও দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের দিন অভিষেককে কলকাতার অফিসে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেবার বৈঠক এড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংস্থার তলবে সাড়া দিলেও বাংলার মানুষের প্রাপ্য অধিকার আদায়ের লড়াই থেকে কোনও অবস্থাতেই তাঁকে যে সরানো যাবে না, সেকথা জানিয়ে শুক্রবার নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘বাংলাকে বঞ্চনা এবং বাংলার ন্যায্য পাওনার বিরুদ্ধে লড়াই সমস্ত বাধা উপেক্ষা করে অব্যাহত থাকবে। বাংলার মানুষের মৌলিক অধিকারের জন্য আমার এই লড়াই পৃথিবীর কোনও শক্তিই দমাতে পারবে না।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আমি আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে থাকব বিক্ষোভে যোগ দেওয়ার জন্য।’’ এরপরেই শেষ লাইনে চ্যালেঞ্জ ছুঁড়ে তাঁর উল্লেখযোগ্য সংযোজন, “স্টপ মি ইফ ইউ ক্যান!”

Related Articles