Sambad Samakal

Weather: কেমন থাকবে আজকের আবহাওয়া?

Sep 29, 2023 @ 11:39 am
Weather: কেমন থাকবে আজকের আবহাওয়া?

শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। শনিবার পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে। অভিমুখ থাকবে উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূল। এর জেরে শুক্রবার থেকে বদলাচ্ছে আবহাওয়া। এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উপকূলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

Related Articles