Sambad Samakal

Weather: মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? নিম্নমুখী তাপমাত্রার পারদ!

Oct 2, 2023 @ 9:43 am
Weather: মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? নিম্নমুখী তাপমাত্রার পারদ!

সোমবার সকাল থেকেই মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কিছুটা হলেও কাটতে শুরু করবে আগামী দু-এক দিনের মধ্যে। এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত থাকায়, অস্বস্তিকর অনুভূতি বজায় থাকবে।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৮ শতাংশ।

Related Articles