বৃহস্পতিবার ঘোষিত হয়ে গেল সাহিত্যে অসামান্য অবদানের জন্য চলতি বছরের নোবেল পুরস্কার প্রাপকের নাম। সাহিত্যে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেলেন জন ফোসে। তিনি নরওয়ের নাগরিক।
নোবেল কমিটি জানিয়েছে, ৬৪ বছরের ফোসের রচিত সাহিত্য মূকদের মুখেও ভাষা জুগিয়েছে। আর অসামান্য সেই কাজের স্বীকৃতিই দিল নোবেল কমিট। মূলত নাটক ও গদ্য রচনার ক্ষেত্রে জনপ্রিয় জন ফোসে। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হল, ‘মেলানকলি’, ‘বোটহাউস’ প্রমুখ।