নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তের গতি নিয়ে ফের হাইকোর্টের চরম ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি ইডি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তদন্ত শেষ করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিল ইডিকে। এরমধ্যেই তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে তদন্তকারীদের।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ১৯ মাস ধরে কার্যত তদন্তের কোনও কাজই এগোয়নি। নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে করতে পুরসভার দুর্নীতি সামনে চলে এসেছে। বোটানিক্যাল গার্ডেনের বটগাছের ঝুরির মত, দুর্নীতির শাখা-প্রশাখা ঝুলছে বলেও নিজেদের পর্যবেক্ষণে জানান বিচারপতিরা।
এরপরেই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ইডিকে তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দেয় হাইকোর্ট। বিচারপতিরা বলেন, প্রয়োজনে ১২ ঘণ্টা, ১৫ ঘণ্টা জেরা করা হোক। একদিনে না হলে, আবার পরের দিনই ডাকা হোক। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই যেকোনও মূল্যে তদন্ত শেষ করা চাই।