Sambad Samakal

ED: পুর নিয়োগ দুর্নীতির জাল রেশনেও! তেড়েফুঁড়ে নামল ইডি!

Oct 11, 2023 @ 2:52 pm
ED: পুর নিয়োগ দুর্নীতির জাল রেশনেও! তেড়েফুঁড়ে নামল ইডি!

রেশনেও ছড়িয়ে রয়েছে পুরনিয়োগ দুর্নীতির জাল! বুধবার সকাল থেকে নদিয়ার বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। জানা যাচ্ছে, বেশ কয়েকটি চালকল ও রেশন ডিলারদের দফতরে অভিযান চলছে।

ইডি সূত্রে খবর, কৃষ্ণনগর, ধুবুলিয়া, শান্তিপুর, রাণাঘাটে তল্লাশি চলছে। জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতির তদন্ত চালাতে গিয়েই রেশন দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য হাতে আসে তদন্তকারীদের। সেই সূত্র ধরেই এদিনের তল্লাশি।

Related Articles