Sambad Samakal

Assembly: নজিরবিহীন! পুজোর মুখেই ফের কেন বিধানসভার অধিবেশন?

Oct 13, 2023 @ 2:34 pm
Assembly: নজিরবিহীন! পুজোর মুখেই ফের কেন বিধানসভার অধিবেশন?

নজিরবিহীন ভাবে পুজোর মুখেই জরুরি ভিত্তিতে ফের বসতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। ১৬ অক্টোবর, সোমবার দ্বিতীয়ার দিন একদিনের জন্য বসবে এই অধিবেশন।

সম্প্রতি মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার পুজোর আগে সেই সিদ্ধান্ত কার্যকর করতেই বিধানসভায় সংশোধনী বিল আনার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। সেই কারণেই একদিনের এই জরুরিকালীন অধিবেশন।

জানা গিয়েছে, দুটি বিল আনা হবে একদিনের এই অধিবেশনে। একটি হল The bengal legislative assembly (members allowances) act 1937 এই বিলটি হল বিধায়কদের বেতন বাড়ানোর জন্য। অন্যটি হল, West bengal salaries and allowances act 1952 এই বিলটি মন্ত্রীদের বেতন বাড়ানোর জন্য।

Related Articles