Sambad Samakal

Durga Puja: ৪৫০ মিটারের পটচিত্রে সেজে উঠছে মণ্ডপ! কী চমক কুমোরটুলি সর্বজনীনের?

Oct 16, 2023 @ 1:42 pm
Durga Puja: ৪৫০ মিটারের পটচিত্রে সেজে উঠছে মণ্ডপ! কী চমক কুমোরটুলি সর্বজনীনের?

প্রায় ৪৫০ মিটারের পটচিত্রে সেজে উঠছে উত্তর কলকাতার কুমোরটুলি সর্বজনীনের মণ্ডপ! অসাধারণ শিল্প নৈপুণ্যের সঙ্গে নিজেদের থিম ‘লড়াই’ ফুটিয়ে তুলছেন শিল্পী সুবল পাল ও নব পাল। মণ্ডপে প্রবেশের মুখেই থাকছে প্রায় ১৪ ফুটের দুর্গার মুখ। যার মাথার মুকুটে থাকছে বিশেষ প্রজেক্সনের ব্যবস্থা।

বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন শিল্পরীতি তুলে আনা হয়েছে মণ্ডপের ভেতরে। পোড়ামাটি, ডোকরা, তাঁত, লণ্ঠন থেকে ছৌনাচের মুখোশ, কি নেই! আর পটচিত্রের সঙ্গে সাজুয্য রেখেই অসাধারণ মাতৃ প্রতিমা গোটা মণ্ডপের মূল আকর্ষণ।

শিল্পী সুবল পাল জানান, প্রতিনিয়ত যন্ত্র সভ্যতার সঙ্গে লড়াই করতে করতে বাংলার চিরাচরিত শিল্পকর্মগুলি আজ হারিয়ে যেতে বসেছে। সেই সমস্ত শিল্পগুলিকেই মণ্ডপ সজ্জার কাজে ব্যবহার করা হয়েছে।

Related Articles