বুধবারই ইজরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তারআগেই গাজার হাসপাতালে ভয়াবহ রকেট হামলা! জানা যাচ্ছে, এই হামলায় এখনও পর্যন্ত ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে সেই সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার ভোর রাতে গাজার আল আহলি আরব হাসপাতালে রকেট হামলা হয়। ইজরায়েল ও হামাসের যুদ্ধে আহতদের চিকিৎসা হচ্ছিল ওই হাসপাতালে। অভিযোগ, ইজরায়েলি সেনাবাহিনীরই এই হামলা চালিয়েছে। যাতে প্রান গিয়েছে অসুস্থ, মহিলা, শিশুদের। যদিও ইজরায়েলি সেনাবাহিনীর পাল্টা দাবি, হামাসের ছোঁড়া রেকটই লক্ষ্যভ্রষ্ট হয়ে গাজার হাসপাতালের ওপরে গিয়ে পড়ে। হাসপাতালে ভয়াবহ এই হত্যালীলার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল।