দুর্গাপুজো কাটতেই রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। সল্টলেকের বিসি ব্লকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে চলছে অভিযান।
ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জেরা করে তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে। এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়ক অমিত দে’র বাড়ি সহ মোট ৮টি স্থানে তল্লাশি অভিযান চলছে বলে জানা যাচ্ছে ইডি সূত্রে।