রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
রবিবার সকাল থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি জেরার মুখোমুখি জ্যোতিপ্রিয়কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। এদিন একাধিক নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হন তিনি। একটানা চলছে জিজ্ঞাসাবাদ।
ইডি সূত্রে জানা গিয়েছে, তিনটি বেসরকারি সংস্থার মাধ্যমে ১২ কোটি ৬ লক্ষ টাকার ভুয়ো শেয়ার প্রিমিয়াম জমা হয়েছিল। ধৃত ব্যবসায়ী বাকিবুর জানিয়েছে, ওই সংস্থাগুলি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বিপুল পরিমাণ টাকা ঋণ নেন। তদন্তকারীরা জানতে পেরেছেন, গমকল থেকে গম হাতিয়ে নেওয়া বিপুল পরিমাণ আটা বাইরে কালোবাজারিতে বিক্রি করা হয়েছে এই সংস্থাগুলির মাধ্যমেই। জানা গিয়েছে ওই সংস্থাগুলির কর্ণধার জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ে। সেই সূত্র ধরেই জেরা চলছে।
এছাড়াও মন্ত্রীকন্যা প্রিয়দর্শিনী মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। পেশায় স্কুল শিক্ষিকা প্রিয়দর্শিনীর অ্যাকাউন্টে থাকা ওই বিপুল পরিমাণ টাকার উৎসব সম্পর্কেও জানতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা।