Sambad Samakal

Jyotipriya Mallick: কেন গ্রেফতার জ্যোতিপ্রিয়? কী নয়া দাবি ইডির

Oct 29, 2023 @ 6:57 pm
Jyotipriya Mallick: কেন গ্রেফতার জ্যোতিপ্রিয়? কী নয়া দাবি ইডির

রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার তাঁর গ্রেফতারি প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০১৬-১৭ সালে প্রায় ১০ কোটি টাকা এসেছিল। মোট ১০টি ভুয়ো কোম্পানির মাধ্যমে এই বেআইনি অর্থ লেনদেন হয়েছে বলে খবর। কালো টাকাকে সাদা করতেই ভুয়ো কোম্পানিগুলো ব্যবহার করা হয়েছিল।

ইডির দাবি, বাকিবুর রহমান ও তাঁর এক আত্মীয়র মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের সদস্যদের কাছে অর্থ সরবরাহ করা হয়েছিল। মোবাইলের পেমেন্ট হিস্ট্রি দেখেই এই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে বলে খবর।

Related Articles