কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ও পর্ষদের সেক্রেটারি। সেই মামলাতেই সোমবার রক্ষাকবচের আর্জি খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।
এদিন সুপ্রিমকোর্ট জানিয়ে দিল, আপাতত এবিষয়ে কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে কোনও ধরনের হস্তক্ষেপ করা হবেনা। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, পর্ষদ সভাপতি গৌতম পালকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি।