Sambad Samakal

Shahrukh Khan: মন্নতের বাইরে ভক্তদের ভিড়, জন্মদিনে দেখা দিলেন বলিউড বাদশা?

Nov 2, 2023 @ 10:45 am
Shahrukh Khan: মন্নতের বাইরে ভক্তদের ভিড়, জন্মদিনে দেখা দিলেন বলিউড বাদশা?

আজ ২ নভেম্বর, বৃহস্পতিবার বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন। মধ্যরাত থেকেই তাই কিং খানের বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন অগুনতি ভক্ত। আর প্রতিবছরের মতোই মধ্যরাতে মন্নতের চেনা ছাদে দেখা গুরু দেখা দিলেন ভক্তদের।

কালো টিশার্ট, খাকি প্যান্ট ও চোখে সানগ্লাস দিয়ে মন্নতের ছাদ থেকে তিনি হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। আর সেই সময়ে শাহরুখের ভক্তদের কান ফাটানো চিৎকার, আতশবাজির শব্দের ভিডিও কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবছর ৫৮ বছর বয়সে পা দিলেও, এখনও কার্যত গোটা বলিউডের হার্টথ্রব কিং খান।

Related Articles