এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও একবার নিজেকে বিজেপির চক্রান্তের শিকার বলে দাবি করেন। আর সেই সঙ্গেই এদিন তিনি জুড়ে দেন মমতা ও অভিষেকের নাম। বলেন, “মমতাদি ও অভিষেক সব জানেন।”
স্বাস্থ্য পরীক্ষার জন্য এদিন সকালে সিজিও কমপ্লেক্স এর ইডি দফতর থেকে বের করা হয় জ্যোতিপ্রিয়কে। তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি দলের সঙ্গে আছেন কি না। জবাবে বনমন্ত্রী সাফ জানান, “দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব।”