Sambad Samakal

Kolkata Pollution: কালীপুজোর রাতে দেদার পুড়ল বিষাক্ত বাজি! কেমন আছে তিলোত্তমার বাতাস?

Nov 13, 2023 @ 10:59 am
Kolkata Pollution: কালীপুজোর রাতে দেদার পুড়ল বিষাক্ত বাজি! কেমন আছে তিলোত্তমার বাতাস?

পুলিশের হাজারো ব্যবস্থা, পরিবেশবিদদের সতর্কবাণী, কোনও কিছুতেই কাজ হলনা! কালীপুজোর রাতে শহর কলকাতার বুকে দেদার পুড়ল বিষাক্ত বাজি। শব্দ দানবের সঙ্গেই যুক্ত হল দূষণের দানবও। আর এরফলে কালীপুজোর পরের দিন সকালে কেমন রয়েছে কল্লোলিনী তিলোত্তমার বাতাস?

সোমবার সকালের তথ্য অনুযায়ী, কলকাতা শহরের অধিকাংশ এলাকাতেই ২০০-র ওপরে রয়েছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। যা এককথায় বিপজ্জনক। যাদবপুর, বালিগঞ্জ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, বিধাননগরে একিউআই ২১০ থেকে ২৫৯-এর মধ্যে রয়েছে। কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবর এলাকার একিউআই ইন্ডেক্স রয়েছে ১৯৩-এর গণ্ডিতে।

পরিবেশবিদদের মতে, হাজারো সতর্কতামূলক প্রচারের পরেও হুঁশ ফেরেনি শহরের একাংশের বাসিন্দাদের মধ্যে। তাই বিষাক্ত আতশবাজি পুড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হচ্ছে। এই প্রবণতা রোধ করতেনা পারলে, অচিরেই শহরের বিষাক্ত বায়ুতে শ্বাস নেওয়া অসম্ভব হয়ে যাবে।

Related Articles