রেশন দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সেই দুর্নীতির তদন্তে রাজ্য খাদ্য দফতরকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
জানা যাচ্ছে, চিঠি দিয়ে ইডির তদন্তকারী আধিকারিকরা জানতে চেয়েছেন, খাদ্য দফতরের পক্ষ থেকে ধৃত বাকিবুর রহমানের চালকল ও আটাকলে কত পরিমাণে চাল ও গম পাঠানো হয়েছিল। রেশন সামগ্রী তছরুপের বিষয়ে দফতরের আধিকারিকদের কাছে আদৌ কোনও তথ্য ছিল কিনা।