৪০ দেশের প্রায় ৫ হাজার প্রতিনিধিকে নিয়ে আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান থেকে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, বিনিয়োগের ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড তৈরি করেছে এবারের শিল্প সম্মেলন।
বুধবার সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সম্মেলনের শুরুতে ৭ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রাখা হয়েছিল। সেই টার্গেট ছাপিয়ে এবারের শিল্প সম্মেলনে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে। এছাড়াও মোট ১৮৮টি মৌ-চুক্তি সাক্ষরিত হয়েছে।
ওয়াকিবহাল মহলের একাংশের মতে, অঙ্কের হিসেবে চলতি বছরের শিল্প সন্মেলনের মঞ্চে আসা লগ্নির প্রস্তাব এককথায় রেকর্ড। তবে শেষপর্যন্ত তা কতটা বাস্তবায়িত হয়, সেই দিকেই নজর রয়েছে সকলের।