একশো দিনের টাকা সহ কেন্দ্রীয় বকেয়া অর্থ আদায়ে ফের ‘দিল্লি চলো’! বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে একাধিক কর্মসূচী ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা ঘোষণা করেন, ডিসেম্বর মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে সংসদ অধিবেশন চলাকালীন সমস্ত সাংসদদের নিয়ে তিনি ‘দিল্লি অভিযান’ করবেন। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখ করে নিজেদের দাবি জানানো হবে। প্রধানমন্ত্রী দেখা না করলে, দিল্লির রাজপথে কর্মসূচী পালন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে, তারআগে ২৮, ২৯ ও ৩০ নভেম্বর রাজয় বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে ২ ঘণ্টা করে ধরনা দেবেন তৃণমূল বিধায়করা। এছাড়াও ২ ও ৩ ডিসেম্বর রাজ্যের সমস্ত বুথে বুথে কেন্দ্রীয় বকেয়ার দাবিতে মিছিল করবেন তৃণমূল কর্মীরা।