একশো দিনের কাজ, আবাস যোজনার পরে এবার স্বাস্থ্য! কেন্দ্রের কাছ থেকে বাংলার বকেয়া প্রায় ৮০০ কোটি টাকা! অবিলম্বে বকেয়া মেটানোর দাবিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও অর্থ মন্ত্রকের কাছে চিঠি লিখলেন রাজ্যের স্বাস্থ্য সচিব।
জানা যাচ্ছে, বাংলায় সুস্বাস্থ্য কেন্দ্র, ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ার জন্য কেন্দ্রীয় অর্থ আসার কথা ছিল। কিন্তু দীর্ঘ এক বছর সময় কেটে গেলেও সেই টাকা পাঠানো হয়নি। দ্রুত বকেয়া অর্থ পাঠানোর দাবি তোলা হয়েছে বাংলার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।
যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, প্রকল্পের খরচ সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ নথি এখনও পাঠায়নি রাজ্য। সেই সমস্ত নথি চলে এলেই বকেয়া অর্থ ছেড়ে দেওয়া হবে বলে স্বাস্থ্য মন্ত্রকের।