বাজার থেকে তুলে নেওয়া হবে সমস্ত ২০০০ টাকার নোট। গত মে মাসে ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। আর সেই জন্য ২০০০ টাকার নোট জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানানো হয়েছিল, এরপরও কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে তা বাতিল বলে গণ্য অবে। কিন্তু শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে রিজার্ভ ব্যাঙ্ক জানাল, এখনও বাতিল হয়নি ২০০০ টাকার নোট। ২০০০ টাকার নোট এখনও ‘বৈধ’। বিজ্ঞপ্তিতে এদিন আরবিআই কর্তৃপক্ষ জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের কাছে কত ২০০০ টাকার নোট জমা পড়েছে, যা বাজারে থাকা ২০০০ টাকার নোটের ৯৭.২৬ শতাংশ। সেই সঙ্গে আরবিআই এ-ও জানিয়েছে যে, নির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যাঙ্কে জমা দিতে হবে ২০০০ টাকার নোট।
editor