বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি, একটানা চলছে বৃহস্পতিবার সকালেও। কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়ে চলেছে। বৃহস্পতিবার সকালে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে অন্ধ্র-ওড়িয়া উপকূল অতিক্রম করছে। যার জেরেই বাংলার বিভিন্ন প্রান্তে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। বৃষ্টি কমলেই বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে মনে করছেন আবহবিদরা।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।