কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সালমান খান, অনিল কাপুরদের সঙ্গে নাচের তালে পা মেলানোয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কুকথা’ বলেছিলেন কেন্দ্রীয় গ্রামন্নোয়ন মন্ত্রী গিরিরাজ সিং। আর তারই বিরুদ্ধে এবার প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা।
বৃহস্পতিবার সকালে সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে জড়ো হন মালা রায়, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, মৌসম নুর’রা। তাঁদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় অপমান করেছেন। অবিলম্বে গিরিরাজকে মমতার কাছে ক্ষমা চাইতে হবে।