প্ল্যাটফর্মে ভেঙে পড়ল১৩৩ বছরের পুরনো জলের ট্যাঙ্ক। আচমকা এই দুর্ঘটনায় মৃত হয়েছে তিন জনের। জখম বহু। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান রেল স্টেশনে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
রেল সূত্রে খবর, এদিন বর্ধমান স্টেশনে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে আচমকাই ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। প্ল্যাটফর্মের শেড নিয়ে ভেঙে পড়ে ওই ট্যাঙ্ক। শেডের নীচে যাঁরা বসেছিলেন ,তাঁরা জখম হয়েছেন। মূলত সকলেই যাত্রী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর লেখা পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার। গুরুতর জখম ২৭ জন। ঘটনার জেরে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।