অধিবেশনের মধ্যেই আচমকা হুলস্থুল লোকসভায়। ভিজিটর্স গ্যালারি চেম্বারে টপকে হঠাৎই লাফিয়ে পড়ল দুজন। ফ্লুরোসেন্ট গ্যাসের মতো কিছু স্প্রে করতে করতে সাংসদদের ডেস্ক পেরিয়ে লাফিয়ে লাফিয়ে পৌঁছে গেল একেবারে অধিবেশনের মাঝামাঝি জায়গায়। আততায়ীদের এই হামলায় হতভম্ব লোকসভার স্পিকার থেকে সাংসদরা সকলেই। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আততায়ীরা হলুদ রংয়ের যে গ্যাস ছড়ায়, তাতে বারুদ জাতীয় কিছু ছিল। অধিবেশন চলাকালীন লোকসভায় নিরাপত্তার এতবড় গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে।
editor