Sambad Samakal

Jyotipriya: এসএসকেএমে জ্যোতিপ্রিয়র কেবিনে সিসিটিভি ক্যামেরা! হাইকোর্টে কী যুক্তি ইডির?

Dec 14, 2023 @ 6:46 pm
Jyotipriya: এসএসকেএমে জ্যোতিপ্রিয়র কেবিনে সিসিটিভি ক্যামেরা! হাইকোর্টে কী যুক্তি ইডির?

রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। তাঁর কেবিনে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন জ্যোতিপ্রিয়র আইনজীবী। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই চাঞ্চল্যকর দাবি করলেন তদন্তকারী আধিকারিকরা।

কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সামনে ইডির আইনজীবী প্রশ্ন তোলেন, দুর্নীতির মামলায় ধৃত ব্যক্তির আবার গোপনিয়তা কিসের! এজেন্সির হাতে গ্রেফতার হলেই সবাই এসএসকেএম হাসপাতালে যেতে চায়। তাই ওই হাসপাতালকে বিশ্বাস করা যায়নি। বারবার জ্যোতিপ্রিয়র মেডিক্যাল চাইলেও তা পাওয়া যায়নি বলেও অভিযোগ তোলে ইডি।

চব্বিশ ঘণ্টা সিআরপিএফ জওয়ানরা মোতায়েন থাকা সত্ত্বেও কেন সিসিটিভি প্রয়োজন, সেই বিষয়ে জানতে চান বিচারপতি ঘোষ। জ্যোতিপ্রিয়র আইনজীবীর দাবি, অসুস্থ ব্যক্তির জন্য জেলে যে প্রোটোকল রয়েছে, তা মানছেনা ইডি। আগামী শুক্রবার ফের এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

Related Articles