সংসদে স্মোক ক্যান কাণ্ডে জবাব চেয়ে সাসপেন্ড হয়েছেন ৯২ জন বিরোধী দলের সাংসদ। মঙ্গলবার এই ইস্যুতে উত্তাল হয়ে উঠল সংসদ অধিবেশন। সংসদ কক্ষের ভেতরে ও বাইরে তুমুল বিক্ষোভ কংগ্রেস, তৃণমূল, ডিএমকে সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদদের।
এদিন সকাল থেকে বিরোধীদের বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে গিয়েছে অধিবেশন। গান্ধী মূর্তির সামনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে মোদি সরকারের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান সুদীপ বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী, শরদ পাওয়াররা। অন্যদিকে, সংসদের মকর দ্বারের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন বিভিন্ন দলের সাসপেন্ড হওয়া সাংসদরা।