Sambad Samakal

IT Raid: সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি-অফিসে আয়কর হানা! কী অভিযোগ?

Dec 20, 2023 @ 12:43 pm
IT Raid: সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি-অফিসে আয়কর হানা! কী অভিযোগ?

বুধবার সাতসকালে মুর্শিদাবাদের সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা! জানা যাচ্ছে, শুধু বাড়ি নয়, বায়রনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বিড়ি কারখানাতেও হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা।

অভিযোগ, আয়কর ফাঁকি দিয়ে অবৈধ অর্থ বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে খাটিয়েছেন সাগরদীঘির বিধায়ক। এই অভিযোগের সপক্ষে নথি-প্রমাণ সংগ্রহই বায়রনের মালিকানাধীন সমস্ত প্রতিষ্ঠানে একযোগে আয়কর অভিযান চলছে বpলে খবর। প্রসঙ্গত, উপনির্বাচনে সাগরদীঘি থেকে কংগ্রেসের প্রতীকে জিতেও, শেষপর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বায়রন।

Related Articles