বুধবার সাতসকালে মুর্শিদাবাদের সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা! জানা যাচ্ছে, শুধু বাড়ি নয়, বায়রনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বিড়ি কারখানাতেও হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা।
অভিযোগ, আয়কর ফাঁকি দিয়ে অবৈধ অর্থ বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে খাটিয়েছেন সাগরদীঘির বিধায়ক। এই অভিযোগের সপক্ষে নথি-প্রমাণ সংগ্রহই বায়রনের মালিকানাধীন সমস্ত প্রতিষ্ঠানে একযোগে আয়কর অভিযান চলছে বpলে খবর। প্রসঙ্গত, উপনির্বাচনে সাগরদীঘি থেকে কংগ্রেসের প্রতীকে জিতেও, শেষপর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বায়রন।