বুধবার সকাল ১১টায় নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া কেন্দ্রীয় অর্থ অবিলম্বে দেওয়ার দাবি নিয়ে ২০ মিনিট এই বৈঠক চলে বলে খবর। মমতার সঙ্গেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ ৯ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, “প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় বকেয়া নিয়প আলোচনা হয়ছে। তিনি মন দিয়ে আমাদের সব কথা শুনেছেন। একশো দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে আমরা ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা পাই। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর ২ জন আধিকারিক, রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে বসে এই বিষয়ে কথা বলবেন। সেখান থেকেই সমাধানের রাস্তা বের করার চেষ্টা করা হবে। আমরা বলেছি, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করতে হবে।”