রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! নতুন বছরের নয়া উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বাড়তি মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করলেন তিনি। এরফলে উপকৃত হবেন প্রায় ৪০ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী
এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে বাড়তি ৪ শতাং হারে মহার্ঘ ভাতা পারেন কর্মচারীরা। সমস্ত সরকারি দফতর ও সরকার অধিগৃহীত সংস্থা কর্মীরা ছাড়াও স্কুল, কলেজের শিক্ষকরা ও পেনশনভোগীরাও ৪ শতাংশ হারে বাড়তি মহার্ঘ ভাতা পাবেন। এজন্য রাজ্য সরকারের অতিরিক্ত ২ হাজার ৪০০ কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছেন মমতা। তিনি আরও জানান, মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। তাও সরকারি কর্মীদের ভালো কাজের পুরস্কার হিসেবে রাজ্য সরকার বাড়তি মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এপ্রসঙ্গে ডিএ আন্দোলনের নেতা ভাস্কর ঘোষ বলেন, “কোনও সরকারি নোটিফিকেশন ছাড়া মুখ্যমন্ত্রী এই ধরনের ঘোষণা করতে পারেননা। আমাূের বকেয়া ডিএ’র পরিমাণ ৪০ শতাংশ। তারমধ্যে ভিক্ষার মত ৪ শতাংশ দেওয়া হচ্ছে। বাকি ৩৬ শতাংশও আমরা আদায় করে নিতে জানি।”