বৃহস্পতিবারই ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং। আর তারপরেই সাংবাদিক সম্মেলন করে কুস্তি ছেড়ে দেওয়ার ঘোষণা করলেন অলিম্পিকজয়ী মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক।
এদিনের সাংবাদিক বৈঠকে কার্যত কান্নায় ভেঙে পড়েন সাক্ষী। বলেন, “৪০ দিন ধরে রাস্তায় শুয়ে যাঁর বিরুদ্ধে আন্দোলন করেছিলাল, সেই ব্রিজভূষণের বিজনেস পার্টনার কুস্তি ফেডারেশনের সভাপতি হয়েছেন। তাই আমি কুস্তি ছেড়ে দিচ্ছি।” অলিম্পিকজয়ী সাক্ষীর এই ঘোষণায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশের ক্রিড়া মহলে।