লোকসভা ভোটে তিনি যাতে দলের হয়ে কাজ করতে না পারেন, সেই চক্রান্ত করেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায় কর্মিসভা থেকে ফের এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বুঝিয়ে এলেন, জ্যোতিপ্রিয় ওরফে আস্থার পাত্র বালুর পাশেই ছিলেন, আছেন, থাকবেন।
মমতা বলেন, চক্রান্ত করে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁর কথায়, লোকসভা নির্বাচনে যাতে দলের হয়ে কাজ করতে না পারেন সেই কারণেই এই গ্রেফতার।