শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর তাঁদের মধ্যেই তিন জন চিকিৎসাধীন রয়েছেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। এদিন সন্ধ্যায় আহত ইডির আধিকারিকদের দেখতে হাসপাতালে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
জানা যাচ্ছে, ইডির সহ-অধিকর্তা রাজকুমার রাম সহ তিন জন হাসপাতালে রয়েছেন। প্রত্যেকেরই মাথায় বেশ কয়েকটি করে সেলাই পড়েছে। তাই আগামী চব্বিশ ঘণ্টা হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হবে তাঁদের। রাজ্যপাল কর্তব্যরত চিকিৎসকদের সঙ্তে কথা বলে তাঁদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবরও নেন।