সন্দেশখালিতে তৃণমূল নেতা শাজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। হামলার শিকার হন সংবাদমাধ্যমের কর্মীরাও। এই পরিস্থিতিতে সন্দেশখালির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির ওপরেই দায় চাপালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
এদিন কুণাল বলেন, “রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের হেনস্তা করা হচ্ছে। সাতসকালে গিয়ে প্ররোচনা তৈরি করা হচ্ছে। কিন্তু যাঁকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে, তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। আমি সন্দেশখালির বাসিন্দাদের কাছে অনুরোধ করব, প্ররোচিত হবেননা। সংবাদমাধ্যমের কোনও কর্মী-প্রতিনিধির গায়ে হাত দেবেননা।”