রবিবাসরীয় সকালে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ডাকে ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই বাস, ট্রেন, লঞ্চে কলকাতামুখী বাম সদস্য-সমর্থকরা। শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা মোড় সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা থেকে মিছিল করে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে বাম কর্মীদের।
এদিনের সমাবেশে বক্তব্য রাখবেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্রিগেডে আসা বাম কর্মী-সমর্থকদের দাবি, রাজ্যজুড়ে দুর্নীতি-নৈরাজ্যের বিরুদ্ধে ‘ইনসাফ’-এর দাবিতেই আজকের ব্রিগেড সমাবেশ।