মঙ্গলবার সকাল থেকেই পরিষ্কার শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা শীতল আমেজ বজায় থাকছে। দিনের বেলা রোদের তেজ বাড়লেও, সন্ধ্যের পরে শীতল অনুভূতি থাকবে। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে উত্তুরে হাওয়ার জেরে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৩ শতাংশ।