Sambad Samakal

Mamata Banerjee: রাজ্যের নাম বদল নয় কেন? প্রশ্ন তুলে কী কী বললেন মুখ্যমন্ত্রী মমতা?

Jan 11, 2024 @ 5:16 pm
Mamata Banerjee: রাজ্যের নাম বদল নয় কেন? প্রশ্ন তুলে কী কী বললেন মুখ্যমন্ত্রী মমতা?

বারবার কেন্দ্রের কাছে আর্জি জানিয়েও ফল মিলছে না। ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার বিষয়ে মিলছে না কেন্দ্রীয় সিলমোহর। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এনিয়ে আরও একবার ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “রাজ্যের নাম সংক্রান্ত বিষয়ে আমরা দু’বার বিধানসভায় বিল পাশ করিয়েছি। কেন্দ্র যা যা তথ্য চেয়েছে, সব দিয়েছি। তাও দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটি তারা দিচ্ছে না।” মুখ্যমন্ত্রীর যুক্তি, “বোম্বে থেকে মুম্বই হয়েছে, উড়িষ্যা থেকে ওড়িশা হয়েছে, আমাদের কেন হবে না? আমাদের কী অপরাধ? রাজ্যের নাম বাংলা হলে যে সব ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে চায় ও পড়াশোনা করতে যায়, তাঁরা অনেক সুবিধা পাবে। কোনও বৈঠকে গেলে আমাদের অপেক্ষা করে থাকতে হয়ে শেষের দিকের জন্য। ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। বাংলার গুরুত্বটা কমিয়ে দেওয়া হয়। আমি মনে করি না, এখন আর ভাগাভাগি করার প্রয়োজন আছে। পঞ্জাব ভারতের একটি রাজ্য, আবার পাকিস্তানেও একটি রাজ্য আছে পঞ্জাব। সেরকম বাংলাদেশ নামে যদি একটি দেশ থাকতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ কেন বাংলা হতে পারে না? এই নিয়ে আমরা অনেকবার অনুরোধ করেছি।”

Related Articles