চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মোদি বিরোধী প্রচারকে আরও তীব্র করতে ‘ভারত জোড়ো ন্যায়’ যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার দ্বিতীয় দিনে পা দিল এই যাত্রা। প্রবল ঠান্ডা উপেক্ষা করেই পথে নেমেছেন রাহুল।
জানা যাচ্ছে, এদিন সকালে মণিপুরের সেকমাই এলাকা থেকে যাত্রা শুরু হয়ে সেনাপতি, কারঙ হয়ে এগিয়ে যাবে। রাতে নাগাল্যান্ডের খুজামা গ্রাউন্ডে রাত্রিবাস করবেন রাহুল।