অবশেষে স্বস্তি! রবিবার আফগানিস্তানের বাদাখশান প্রদেশের পার্বত্য এলাকায় ভেঙে পড়া বিমানটি ভারতীয় নয়, এমনটাই ভারতীয় ডিজিসিএ সূত্রে।
জানা যাচ্ছে, আফগানিস্তানে ভেঙে পড়া ছোট চার্টার্ড বিমানটি মরক্কোর। রাশিয়া যাওয়ার পথে সেটি ভেঙে পড়ে। বিমানে পাইলট সহ ৬/৭ জন ছিলন বলে খবর। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন বিশেষজ্ঞ উদ্ধারকারীরা।