সোমবার অর্থাৎ আগামীকাল সকালেই অযোধ্যায় রামের প্রতিষ্ঠা। আর তারআগে রাম সেবায় দরাজ হস্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার! রবিবার বালুরঘাট থেকে রামপুজোর জন্য বিশেষ আতপ চাল পাঠালেন তিনি।
জানা যাচ্ছে, একটি গাড়ি করে ১ হাজার ১ কেজি আতপ চাল অযোধ্যায় পাঠালেন সুকান্ত। তাঁর বক্তব্য, বালুরহাটের এই আতপ চাল খিচুড়ি রান্নার জন্য অত্যন্ত প্রসিদ্ধ। তাই রামের উদ্দেশে সেই চাল পাঠানো হল। প্রসঙ্গত, এর আগেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সুন্দরবনের বিশেষ মধু পাঠিয়েছেন অযোধ্যায়।