সোমবার অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধনে চলছে রাজসূয় যজ্ঞ। শ্রী রামচন্দ্রের প্রাণপ্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ঠিক সেই সময়েই কলকাতায় গেরুয়া পতাকা হাতে পথে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সকালে উত্তর কলকাতার বৈকুন্ঠ মন্দির থেকে মধ্য কলকাতার রাম মন্দির পর্যন্ত মিছিল করেন তিনি। রামচন্দ্রের অকালবোধনকে সামনে রেখে দেবী দুর্গার প্রতিমা ছিল এই মিছিলে। এছাড়াও ট্যাবলোর মাধ্যমে নবনির্মিত রাম মন্দিরের রেপ্লিকা তুলে ধরা হয়। মিছিল শেষে মধ্য কলকাতার রাম মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত রয়েছেন শুভেন্দু।