বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই বাংলার ৮ আসনে সম্পন্ন হল লোকসভার ভোটদান পর্ব। জাতীয় নির্বাচন কমিশন জানাচ্ছে, বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭৫.৬৬ শতাংশ।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব বর্ধমান আসনে ৭৭.৩৬ শতাংশ, বীরভূম আসনে ৭৫.৪৫ শতাংশ, বোলপুর আসনে ৭৭.৭৭ শতাংশ, বর্ধমান-দুর্গাপুর আসনে ৭৫.০২ শতাংশ, কৃষ্ণনগর আসনে ৭৭.২৯ শতাংশ, রাণাঘাট আসনে ৭৭.৪৬ শতাংশ, আসানসোল আসনে ৬৯.৪৩ শতাংশ ও বহরমপুরে ৭৫.৩৬ শতাংশ ভোট পড়েছে। তবে বেশ কিছু বুথে বিকেল ৫টার পরেও ভোটগ্রহণের কাজ চলছে। তাই ভোট শতাংশের হার আরও কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে।