সাইরেন-শঙ্খধ্বনিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মক্ষণ পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে রেড রোডে উপস্থিত হয়ে প্রথমে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন মমতা। এরপরে ঠিক ১২টা বেজে ১৬ মিনিটে, নেতাজির জন্মক্ষণে সাইরেন বাজানো হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে।
নিজে শঙ্খধ্বনি দিয়ে নেতাজির জন্মমুহূর্ত স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন নেতাজি পরিবারের সদস্য অধ্যাপক সুগত বসু ও চন্দ্র বসু। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ক্রিড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য-সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা।