২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের দিনই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে হৃত্বিক রোশন, দীপিকা পাডুকোন ও অনীল কাপুর অভিনিত সিনেমা ‘ফাইটার’। কিন্তু মুক্তির আগেই একাধিক দেশে নিষেধাজ্ঞার কোপে পড়ল এই সিনেমা।
চলচ্চিত্র বিশেষজ্ঞ গিরিশ জোহর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ফাইটারকে। শুধুমাত্র ১৫ বছরের ওপরে বয়সীদের জন্য সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী।
মূলত দেশপ্রেম ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনার ‘বদলা’র গল্প শোনাবে ফাইটার। ওয়াকিবহাল মহলের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই সিনেমাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।