রেশন দুর্নীতি কাণ্ডে ফের সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি! আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বুধবার ভোরে প্রায় ১২৫ জন কেন্দ্রীয় বাহিনীর সদস্য নিয়ে সন্দেশখালিতে পৌঁছন ইডির তদন্তকারী আধিকারিকরা। এরপরে স্থানীয় দু’জন সাক্ষীর উপস্থিতিতে শাহজাহানের বাড়ির তালা ভাঙা হয়।
তবে তালা ভাঙার আগে রাজ্য পুলিশের আধিকারিকরা ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান। তা দেখার পরে ইডির পক্ষ থেকে নিয়ে আসা যাবতীয় নথিও খতিয়ে দেখেন রাজ্য পুলিশের আধিকারিকরা। এরপরে তল্লাশি শুরু করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। বাইরে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারাও।