কপালে ব্যান্ডেড, গায়ে চাদর, বুধবার সন্ধ্যায় রাজভবন থেকে বেরনোর পরে স্বভাবতই বিধ্বস্ত চেহারা দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ঠিক কী হয়েছিল বর্ধমানে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, “আজ মরেই যেতাম, গাড়িটা এসে যদি ধাক্কা মারত। প্রায় ২০০ কিলোমিটার বেগে গাড়িটা আসছিল। আমার গাড়ি যে ড্রাইভ করছিল, বুদ্ধিমানের মত সে ব্রেক করেছিল। নাহলে গাড়ি পুরো ক্র্যাশ হয়ে যেত। তখনই ড্যাসবোর্ডটা মাথায় এসে লেগেছে। ভাগ্যিস কাঁচটা খোলা ছিল, নাহলে ড্যাসবোর্ডেট সঙ্গে কাঁচ এসে গোটা শরীর ক্ষতবিক্ষত করে দিত। তবে একটা ঝাঁকুনি লেগেছে’তো, শীত করতে, জ্বর জ্বর মনে হচ্ছে। মাথাটা ব্যথা করছে, ফুলে আছে, একটু রক্তপাতও হয়েছে। তাই কাজ শেষ করে বাড়ি চলে যাচ্ছি।”
কীভাবে মুখ্যমন্ত্রীর কনভয়ে পুলিশের গাড়ি ঢুকে পড়ল? এর পেছনে কী কোনও ষড়যন্ত্র রয়েছে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, “আমি এখনই এই নিয়ে কোনও মন্তব্য করছিনা। কারণ আমি কিছুই জানিনা। পুলিশ তদন্ত করুক। অনেকেই এসব গাড়ির অপব্যবহার করে। আমার বাড়িতেও একবার বিএসএফের ড্রেস পড়ে চলে গিয়েছিল। তদন্ত হোক, সব জানা যাবে।”